করোনা আবহের মধ্যেই ভারতের সঙ্গে ১৫৫ মিলিয়ন ডলার অর্থাৎ প্রায় ১২০০ কোটি টাকার অস্ত্র চুক্তি হতে চলেছে। নৌবাহিনীর পি-৮১ এয়ারক্রাফ্টের জন্য ডুবোজাহাজ ধ্বংসকারী শক্তিশালী হারপুর মিসাইল ও টর্পেডো দেবে আমেরিকা। বোয়িং পি-৮১ হল মাল্টিমিশন নজরদারি এয়ারক্রাফ্ট যা বানানো হয়েছে ভারতীয় নৌবাহিনীর জন্য। উপকূলবর্তী এলাকায় নজরদারি, মাঝসমুদ্রে শত্রু জাহাজের উপর নজর রাখা, এমনকি শত্রুপক্ষের সাবমেরিনকে ঘায়েল করতে হলেও এই এয়ারক্রাফ্টই অন্যতম বড় ভরসা নৌবাহিনীর। ২০০৯ সাল থেকেই ভারতীয় নৌবাহিনীর অস্ত্রভাণ্ডারে শোভা পাচ্ছে এই পি-৮১ এয়ারক্রাফ্ট। পেন্টাগন জানিয়েছে, ভারতীয় নৌসেনার এই পেট্রল এয়ারক্রাফ্টকে আরও শক্তিশালী করে তোলার জন্য সাবমেরিন বিধ্বংসী দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দেবে আমেরিকা। ১০ এজিএম-৮৪এল হারপুন ব্লক-২ মিসাইল যার পাল্লা প্রায় ১২৪ কিলোমিটার শীঘ্রই ভারতের হাতে তুলে দেওয়া হবে। তাছাড়াও ওজনে হালকা ডুবোজাহাজ বিধ্বংসী টর্পেডোও দেওয়া হবে চুক্তিমাফিক। এমকে ৫৪ এক্সারসাইজ তিনটি টর্পেডোর দাম প্রায় ৪৭৯ কোটি টাকা। ৩.৮৪ মিটার দৈর্ঘ্যের হারপুন মিসাইল যে কোনও রকমের সাবমেরিন ধ্বংস করার ক্ষমতা রাখে। পেন্টাগন জানিয়েছে, এই মিসাইলের টার্গেট নির্ভুল। পি-৩ অরিয়ন, এভি-৮বি হারিয়ার-২, মার্কিন বায়ুসেনার বি-৫২এইচ বোমারু বিমানে এই ধরনের মিসাইল ব্যবহার করা হয়।
প্রতীকী ছবি।