বিনোদন

করোনা নিয়ে অমিতাভের শেয়ার করা থিওরি বাতিল করলো কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক

করোনা নিয়ে প্রায়ই কিছু না কিছু পোস্ট করেন অমিতাভ বচ্চন। আর তার জন্য মাঝে মধ্যে তাঁকে নেটিজনেদের সমালোচনার মুখেও পড়তে হয়েছে। তবে এবার খোদ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক থেকে বাতিল করা হল করোনা ছড়ানো নিয়ে অমিতাভের শেয়ার করা থিওরি। মাছিরা আমাদের মলমূত্রের উপর বসলে তাদের মাধ্যমে ছড়াতে পারে কোরোনা, কারণ মানুষের মলমূত্রে অনেকদিন ধরে জমে থাকে এই মারণ ভাইরাস, চিনা বিশেষজ্ঞদের এই মত নিজের ওয়ালে শেয়ার করেছিলেন অমিতাভ । তাঁর আর্জি ছিল খোলা জায়গায় যেন আমরা মলমূত্র ত্যাগ না করি, তাহলে আমাদের শরীর নিষ্কৃত কোরোনার জীবাণুর সংস্পর্শএ কোনও মাছি আসতে পারবে না ।অমিতাভের শেয়ার করা এই হাস্যকর থিওরি নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের জয়েন্ট সেক্রেটারি লব আগারওয়াল জানান, “আমি ওঁর করা টুইটটা দেখিনি। তবে এটা সংক্রামক রোগ । মাছির মাধ্যমে ছড়াতে পারে না।”