দেশ

‘কাশ্মীর অভ্যন্তরীণ বিষয়, বিদেশিদের ডাকা হল কেন!’, ফের বিজেপিকে কটাক্ষ শিব সেনার

ফের বিজেপিকে তোপ দাগল শিব সেনা। এবার কাশ্মীরে ইউরোপিয় ইউনিয়নের প্রতিনিধিদের পাঠানো নিয়ে নতুন করে বিজেপি সরকারকে কাঠগড়ায় তুলল সেনা। শিব সেনার মুখপত্র ‘সামনা’র সম্পাদকীয়তে প্রশ্ন করা হয়েছে, কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ ইস্যু। তাহলে কাশ্মীরে বিদেশি সাংসদদের কেন আমন্ত্রণ জানানো হল? এই বিদেশি সাংসদদের কাশ্মীর পর্যবেক্ষণ নিয়ে আগে থেকেই প্রশ্ন তুলছিল বিরোধীরা। তাদের প্রশ্ন, সেখানে দেশের সাংসদদের কাশ্মীরে যেতে দেওয়া হচ্ছে না। সেখানে ভিনদেশী সাংসদদের কেন অনুমতি দেওয়া হল? খানিকটা বিরোধীদের সুরেই সুর মেলাল শিব সেনাও।  উল্লেখ্য, ইউরোপিয় ইউনিয়নের তরফে জানানো হয়েছে, এটি কোনও সরকারি সফর নয়। ইউরোপিয় ইউনিয়নের তরফে তাদের পাঠানো হয়নি। প্রত্যেকেই এসেছেন ব্যক্তিগত স্তরে বেসরকারিভাবে। তাছাড়া যে এমপিরা এসেছেন তাদের ইউরোপিয় ইউনিয়ন বাছাই করেনি। তাদের নাকি ভারত সরকারই বেছে নিয়েছে। ফাইল চিত্র।