কলকাতা

কাশ্মীর থেকে ফিরিয়ে আনা শ্রমিকদের ৫০ হাজার টাকা করে দেবে রাজ্য সরকার

জ্যোর্তিময় দত্ত, কলকাতাঃ জম্মু-কাশ্মীরের কর্মরত মুর্শিদাবাদের সাগরদিঘির পাঁচ শ্রমিককে হত্যা করেছে জঙ্গিরা। তারপর বাংলার শ্রমিকদের জন্য চিন্তিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকে তড়িঘড়ি ১৩৩ জন শ্রমিককে ফিরিয়ে আনার উদ্যোগ নেন। আজ নবান্নে রাজ্যের মুখ্য সচিব এবং অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রীর ঘোষণা করেন, সব শ্রমিককে এককালীন ৫০ হাজার টাকা করে দেওয়া হবে। এই শ্রমিকদের মধ্যে যাঁদের বাড়ি নেই তাঁদের বাসস্থানের ব্যবস্থাও করবে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অতীতে ভিন রাজ্য থেকে ফেরা শ্রমিকদের পাশে দাঁড়িয়েছে সরকার। এবারেও কাশ্মীর থেকে ফিরে আসা ১৩৩ জন শ্রমিককে ‘সমর্থন’ প্রকল্পে এককালীন ৫০ হাজার টাকা করে দেওয়া হবে। পাশাপাশি এই সমস্ত শ্রমিকদের মধ্যে যাঁদের কোনও মাথা গোঁজার ঠাঁই নেই তাদের ‘বাংলার বাড়ি’ প্রকল্পে বাসস্থান করে দেওয়া হবে। এছাড়াও যদি তাদের অন্য কোনও রকম প্রয়োজন হয় তাহলে তারা যে যে জেলার বাসিন্দা সেই সেই জেলার ডিএম বা জেলাশাসকরা তাদের বিষয়গুলি সহানুভূতির সঙ্গে দেখবে। এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রীর। দেখুন সেই ভিডিও –