দেশ

জম্মু-কাশ্মীরে জঙ্গিদের গুলিতে মৃত বাংলার ৫ শ্রমিক

জম্মু-কাশ্মীরের কুলগ্রামে শ্রমিকদের ক্যাম্পে নির্বিচারে গুলি চালাল দুষ্কৃতীরা। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল বাংলার ৫ শ্রমিকের। জানা গিয়েছে, কিছুদিন ধরেই কুলগ্রামের ওই জায়গায় নিয়ে থাকতে শুরু করেছিলেন ওই ছয় শ্রমিক। মঙ্গলবার সন্ধেয় তাঁদের ক্যাম্পে হানা দেয় আততায়ীরা।  জম্মু-কাশ্মীরের কুলগামে জঙ্গিদের এলোপাথাড়ি গুলিতে প্রাণ হারাল পশ্চিমবঙ্গ থেকে যাওয়া পাঁচ জন মজুর। আরও এক জন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।  জম্মু ও কাশ্মীর পুলিশের ডিরেক্টর জেনারেল দিলবাগ সিংহ জানিয়েছেন, জঙ্গি হানায় নিহত শ্রমিকরা সকলেই পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বাসিন্দা। কাজের সূত্রে উপত্যকায় এসেছিলেন। নিহত পাঁচ জনের মধ্যে তিন জনকে এখনও পর্যন্ত চিহ্নিত করা সম্ভব হয়েছে। তাঁরা হলেন, শেখ কামরুদ্দিন, শেখ মহম্মদ রফিক এবং শেখ মুরনসুলিন। আহত জাহিরুদ্দিনকে অনন্তনাগ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতেরা সকলেই বাংলার মুর্শিদাবাদের বাসিন্দা। । জম্মু কাশ্মীরের ডিজিপি দিলবার সিং এও জানিয়েছেন, ঘটনার পিছনে পাক মদত রয়েছে।