এক মহিলা পশু চিকিৎসককে গণধর্ষণ করার পর নৃশংসভাবে জীবন্ত অবস্থায় জ্বালিয়ে দেওয়া হয়। চিকিৎসক প্রিয়ঙ্কা রেড্ডির এই অমানবিক হত্যাকাণ্ড হায়দরাবাদ-বেঙ্গালুরু ন্যাশনাল হাইওয়েতে ঘটে যায় বলে খবর। প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছিল না মহিলা পশু চিকিৎসক প্রিয়ঙ্কাকে। এরপর ঘটনার তদন্তে নেমে পুলিশ দগ্ধ দেহটি খুঁজে পায় হাইওয়ের ধারে। তেলাঙ্গানার সমসাবাদের বাসিন্দা প্রিয়ঙ্কার দেহ মিলতেই দোষীদের খোঁজে জোরদার তল্লাশিতে নামে পুলিশ। এরপরই সিসিটিভি ফুটেজ থেকে উদ্ধার হয় দোষীদের প্রতিকৃতি। এদিকে, ময়না তদন্তের রিপোর্ট ততক্ষণে চাঞ্চল্য ফেলে দেয়। ময়না তদন্তের রিপোর্ট বলেছে, প্রিয়ঙ্কাকে গণধর্ষণ করার পর জীবন্ত অবস্থায় পুড়িয়ে হত্যা করা হয়। ঘটনার আগে, চিকিৎসকে অপহরণ করে নিয়ে যাওয়া হয় বলেও দাবি পুলিশ রিপোর্টে। চিকিৎসকের স্কুটির চাকা পাংচার করে মাঝরাস্তা থেকে তাঁকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় বলে খবর। গোটা ঘটনায় হায়দরাবাদ পুলিশের জালে ধরা পড়েছে ৪ জন। তাদের মধ্যে রয়েছে মূল অভিযুক্ত মহম্মদ পাশা। সিসিটিভি ফুটেজ থেকে যাবতীয় তথ্য সংগ্রহের পরই পাশাকে গ্রেফতার করে পুলিশ।