কলকাতা

গ্রেট ইস্টার্নের অফিসে আয়কর তল্লাশি

ভারত হোটেলসের ম্যানেজিং ডিরেক্টর জ্যোত্‍স্না সুরীর আটটি অফিসে তল্লাশি করল আয়কর দফতর। কর ফাঁকি দেওয়ার অভিযোগেই এই তল্লাশি বলে আয়কর দফতর সূত্রে খবর। দ্য ললিত ব্র্যান্ডের অধীনে ভারত হোটেল গোষ্ঠীর ১২টি বিলাসবহুল হোটেল রয়েছে, এর মধ্যে কলকাতার গ্রেট ইস্টার্ন হোটেল (এখন যার নাম দ্য ললিত গ্রেট ইস্টার্ন) অন্যতম। আয়কর দফতরের এক আধিকারিক জানিয়েছেন, মোট আটটি বাড়ি-অফিসে তল্লাশি করা হয়েছে, এর মধ্যে রয়েছে জ্যোত্‍স্না সুরীর ঘনিষ্ঠ বলে পরিচিত জয়ন্ত নন্দর অফিসও। রবিবার রাতে তল্লাশি শুরু করা হয়। ২০০৮ সালে ভারত হোটেল গোষ্ঠী তাদের ব্র্যান্ডের নাম বদল করে ‘দ্য ললিত’ করে। এর বাইরে দ্য ললিত ট্রাভেলার ব্র্যান্ড নামে এই গোষ্ঠীর মাঝারি মানের আরও দু’টি হোটেল আছে। ২০০৬ সালে তাঁর স্বামী তথা ভারত হোটেল গোষ্ঠীর প্রতিষ্ঠাতা ললিত সুরীর মৃত্যুর পরে প্রতিষ্ঠানের দায়িত্ব নেন জ্যোত্‍স্না সুরী। তিনি বণিকসভা ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বারস অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (ফিকি) প্রাক্তন সভাপতি। তল্লাশি করে আয়কর দফতর আয় বহির্ভুত কোনও সম্পত্তি বা কর ফাঁকির কোনও প্রমাণ পেয়েছে কিনা তা এখনও জানা যায়নি।