দেশ

ঘরের অভাবে অচল বাসেই সচল স্কুলের শ্রেণিকক্ষ

ইটানগর: স্কুলে ছাত্র বেশি৷ তুলনায় ঘরের অভাব৷ সমস্যার হাল বের করেছেন স্কুল কর্তৃপক্ষই৷ স্কুলের সামনে পড়ে থাকা অকেজো-ভাঙাচোরা বাসই এখন শ্রেণিকক্ষ৷ না, এটা কোন গল্প নয়৷ এটাই বাস্তব৷অরুণাচল প্রদেশের লোহিত জেলায় প্রশাসন স্কুল ভবনের অভাবে এই ভাবেই পূরণ করে নিয়েছে৷ পড়ে পাওয়া চৌদ্দ আনার মতোই পড়ে থাকা অচল বাসকে শ্রেণিকক্ষে রূপান্তর করে নেওয়া হয়েছে৷ বাসের অন্দরেই টেবিল, চেয়ার আর ব্ল্যাক বোর্ড লাগিয়ে নিয়ে দিব্যি চলছে পড়াশুনা৷ জেলা প্রশাসনের এক কর্মকর্তা এই ব্যাপারে জানিয়েছেন বিদ্যালয়ে জায়গাগুলির অভাবই এর পিছনে মূল কারণ। প্রায়শই জুনিয়র এবং সিনিয়র শিক্ষার্থীদের একই ক্লাসে বসতে হত এবং শিক্ষকদের ক্লাস নেওয়া, পড়াতে সমস্যা ছিল৷ আর সেই কারণে স্কুলছুটদের সংখ্যাও বাড়ছিল৷ জেলার থোয়াং গ্রামে শিক্ষার্থীরা ‘বাসে স্কুল’ বিষয়টিকে বেশ পছন্দ করেছিল। এটি করতে গিয়ে শিক্ষার্থীদের মধ্যে উত্সাহ দেখা গিয়েছিল। শিক্ষার্থীরা আগের তুলনায় বেশি উচ্ছ্বসিত হয়ে স্কুলে আসতে শুরু করেছে এবং তাদের উপস্থিতিও বেড়েছে। লোহিতের অতিরিক্ত জেলাশাসক প্রিন্স ধাওয়ান বলেছেন, স্কুলে জায়গার অভাবের সমস্যা ছিল৷ এই উদ্যোগ অস্থায়ী সমাধান করে নেওয়া হয়েছে৷ তবে এটি শিক্ষার্থীদের জন্য উত্সাহজনক হয়েছে এবং বেশ মজাদারও বটে। এ থেকে নতুন কিছু শেখাও গিয়েছে৷