দেশ

চিন থেকে ১৮ টন মেডিকেল সামগ্রী নিয়ে দিল্লিতে অবতরণ করল স্পাইস জেটের বিমান

ভারতের এই কার্গো বিমানে করে সেদেশ থেকে প্রায় ২২০টন অত্যাবশ্যকীয় মেডিকেলের সরঞ্জাম আমদানি করবে ভারত সরকার। বুধবার একটি টুইট বার্তায় এই খবর জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী। করোনা রুখতে প্রয়োজনীয় মেডিকেল কিটস আনতে সদূর করোনার উৎপত্তিস্থল চিনে পাড়ি দিয়ে ছিল ভারতীয় কার্গো বিমান। আজ মাঝরাতে চিনের সাংহাই থেকে ১৮ টন ওষুধ নিয়ে দিল্লিতে অবতরণ করল স্পাইস জেটের (এসজি-৭০১৭) কার্গো বিমানটি।