জেলা

জঙ্গলে জল খেতে গিয়ে জলে তলিয়ে গেল হস্তিশাবক, শাবক কে ঘিরে ধরে রইলো পাল হাতি

পশ্চিম মেদিনীপুর: জল খেতে গিয়ে জলেই তলিয়ে গেল এক হস্তি শাবক। আর সেই শাবক কে রাতভর থেকে সারাদিন ঘিরে থাকল হাতির দল। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড়ের হুমগড় রেঞ্জের পাথরমারির জঙ্গলে। স্থানীয় সুত্রে জানা গিয়েছে গত কয়েকদিন ধরেই ৪০-৫০ টি হাতির একটি পাল ঘোরাফেরা করছিল এই এলাকায় । যাদের দৌরাত্মে ক্ষতিও হয়েছে প্রচুর পরিমান ফসলের। গতকাল রাত্রে এই হাতির পালের মধ্যে একটি ছোট হস্তিশাবক থাকায় কয়েকটি গ্রামের মধ্যেই ঘোরাফেরা করছিল এই হাতির পালটি। বনদপ্তর সূত্রে জানা যায় মঙ্গলবার রাত্রে জল খেতে গিয়ে হস্তি শাবকটি জলে ডুবে মারা যায়। তারপর থেকে হাতির পালটি সেই শাবক হাতিটিকে উদ্ধার করে টেনে নিয়ে গিয়ে জঙ্গলে ঘিরে রাখে রাতভর । এমতাবস্থায় বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে গেলেও ঢুকতে পারেনি। যার জেরে বুধবার দুপুর অবধি উদ্ধার করা যায়নি মৃত হস্তিশাবকটিকে। এলাকার মানুষেরাও জঙ্গলে গেলে তাদেরও তাড়া করে আসছে হাতিটি। ঘটনার জেরে আতঙ্কের ছায়া এলাকায়।