ঝাড়খণ্ডে কড়া নিরাপত্তায় ৮১ আসনে চলছে ভোটগ্রহণ
ঝাড়খণ্ডে প্রথমদফার নির্বাচন শুরু হয়েছে সকাল সাতটা থেকে। এদিন ছয় জেলার ১৩ টি কেন্দ্রে ভোট রয়েছে। এদিনের নির্বাচনে বিশিষ্ট প্রতিদ্বন্দ্বীদের মধ্যে রয়েছেন রাজ্যের একজন মন্ত্রী এবং প্রদেশ কংগ্রেস সভাপতি। প্রথম পর্যায়ের ভোটে ১৮৯ জন প্রতিদ্বন্দ্বী রয়েছেন। মোট ভোটদাতার সংখ্যা ৩৭,৮৩,০৫৫ জন। এর মধ্যে মহিলা ১৮,০১,৩৫৬ জন। প্রথম পর্যায়ের নির্বাচন হচ্ছে নকশাল অধ্যুষিত এলাকাতেও। যার মধ্যে রয়েছে লাতেহার, লোহারডাগা, চাত্রা, গুমলা, মানিকা, পাঙ্কি এবং ডালটনগঞ্জ। প্রথম পর্যায়ের ১৩ আসনের মধ্যে বিজেপি প্রতিদ্বন্দ্বিতা করছে ১২ টি আসনে। হোসেনাবাদ আসনে বিজেপি সমর্থন করছে নির্দলীয় বিনোদ সিংকে। অন্যদিকে বিরোধী জেএমএম, কংগ্রেস এবং আরজেডি প্রতিদ্বন্দ্বিতা করছে যথাক্রমে চার, ছয় এবং তিনটি আসনে।