দেশ

ঝাড়খণ্ডেও হারবে বিজেপি, দাবি বুথফেরত সমীক্ষার

মহারাষ্ট্র-হরিয়ানার পর এবার ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনেও বড় ধাক্কা খেতে চলেছে বিজেপি! ঝাড়খণ্ড বিধানসভা হাতছাড়া হতে পারে বিজেপির, এমনই অভিমত দিয়েছে অধিকাংশ বুথ ফেরত সমীক্ষা। তার মধ্যে ইন্ডিয়া টুডে-এক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষা ইঙ্গিত দিয়েছে কংগ্রেস-জেএমএম জোট সংখ্যা গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরতে চলেছে ঝাড়খণ্ডে।

বিজেপি

ইন্ডিয়া টুডে-এক্সিসমাই ইন্ডিয়ার সমীক্ষা অনুযায়ী বিজেপি ঝাড়খণ্ডে ২২ থেকে ৩২টি আসন পেতে পারে। অর্থাৎ সর্বোচ্চ ৩২টি এবং খারাপ ফল হলে ২২টি পেতে পারে বিজেপি। সেক্ষেত্রে বিজেপি ম্যাজিক ফিগার থেকে অনেক দূরে থমকে যাবে গেরুয়া শিবির।

কংগ্রেস

ইন্ডিয়া টুডে-এক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষা অনুযায়ী কংগ্রেস, জেএমএম ও আরজেডির জোট ক্ষমতায ফিরতে চলেছে ঝাড়খণ্ডে। কংগ্রেসের জোট সর্বোচ্চ ৫০টি আসন পেতে পারে এই বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী। খারাপ ফল করলে বিজেপি বিরোধী মহাজোট পেতে পারে ৩৮টি আসন। সেক্ষেত্রে ম্যাজিক ফিগারের থেকে তিনটি আসন দূরেই থেমে যেতে হবে কংগ্রেস জোটকে। কিন্তু বড় শক্তি হিসেবে উঠে আসবে কংগ্রেসই।

এজেএসইউ ও অন্যান্য

এজেএসইউ এখানে বিজেপির সঙ্গ ছেড়ে একক লড়ার সিদ্ধান্ত নিয়েছিল। তারা এবার ৩ থেকে ৫টি আসন পেতে পারে। প্রায় গতবারের মতোই আসন দখলে রাখতে পারে তারা। ইন্ডিয়া টুডে-এক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষা অনুযায়ী জেভিএম পেতে পারে২থেকে ৪টি আসন। অন্যান্যরা পেতে পারে ৪ থেকে ৭টি আসন।