টলিউডের বিভিন্ন সমস্যা নিয়ে এবার সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হলেন আর্টিস্ট ফোরামের সদস্যরা । এদিন টালিগঞ্জের কলাকুশলীদের স্বাস্থ্যসাথী প্রকল্পের অন্তর্ভুক্ত হওয়ার জন্য প্রস্তাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি আর্টিস্ট ফোরাম নির্বাচনে জয়ী শিল্পীরা মঙ্গলবার বিকেলে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন। আর্টিস্ট ফোরামের কার্যকরী সভাপতি শঙ্কর চক্রবর্তী সহ প্রতিনিধি দলে ছিলেন অরিন্দম গঙ্গোপাধ্যায়, জুন মালিয়া, কুশল চক্রবর্তী, সোহম, অভিনেতা জিৎ সহ কয়েকজন। তাঁরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিস্তারিত আলোচনা করেন। আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে একটি পুষ্পস্তবক মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়। বৈঠকের পরে অরিন্দম গঙ্গোপাধ্যায় ও শঙ্কর চক্রবর্তী বলেন, আমরা নির্বাচনের পর মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে গেলাম। আমাদের অনেক সমস্যা আছে, মুখ্যমন্ত্রীর কাছ থেকে প্রশাসনিক সহযোগিতা দরকার। আমাদের বড় জায়গা দরকার, তা আমরা বলেছি। দুঃস্থ শিল্পী, কলাকুশলীদের জন্য আমাদের অনেক কাজ করতে হয়। তাদের জন্য প্রতি মুহূর্তে রাজ্য সরকারের সাহায্য দরকার। সে ব্যাপারেও আলোচনা হয়েছে। মুখ্যমন্ত্রী আমাদের স্বাস্থ্যসাথী প্রকল্পে অন্তর্ভুক্ত হওয়ার কথা বলেছেন। আমাদের পাশে দাঁড়ানোর কথা বলেছেন। তাঁর সঙ্গে কথা বলে আমরা খুশি।