কলকাতা

টালা ব্রিজের ভবিষ্যত নিয়ে আজ চূড়ান্ত সিদ্ধান্ত নবান্নে

কলকাতাঃ যানজটে হাঁসফাঁস শহরের। সেক্ষেত্রে ‘গোদের উপর বিষফোঁড়া’র মত টালা ব্রিজ বন্ধ করলে পরিনাম হতে পারে মারাত্মক। তাই টালা ব্রিজ দিয়ে বাস চলাচল বন্ধের মত সিদ্ধান্ত নিতে কিছুটা দোটানায় রাজ্য প্রশাসন। ফলে টালা সেতুর ভবিষ্যত নির্ধারণে আজ ফের নবান্নে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।পুজোর সময় ভিড় সামলাতে ১১ অক্টোবর পর্যন্ত টালা ব্রিজে বাস চালাতে চাইছে রাজ‍্য। কিন্তু রাইটস তাতে রাজি নয়। ফলে আগামিকাল পুনরায় রাইটসের সঙ্গে বৈঠকে বসবে রাজ্য প্রশাসন। তারপরেই চূড়ান্ত সিদ্ধান্ত। পুলিশ প্রশাসনের তরফে আজ রাত ৮টা পর্যন্ত দেখা হবে যানজটের পরিস্থিতি দাঁড়ায়। তারপর সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।সোমবার মুখ‍্যসচিবের নেতৃত্বে বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের পূর্তমন্ত্রী অরূপ বিশ্বাস, পুরমন্ত্রী ফিরহাদ হাকিম-সহ দফতরের আধিকারিকরা। এছাড়াও ছিলেন রাইটস, পূর্ব রেল, দক্ষিণ পূর্ব রেলের আধিকারিকরা।সোমবার টালা ব্রিজের উপর দিয়ে বাস চলাচল বন্ধ হওয়ার পর সপ্তাহের প্রথম দিনেই চূড়ান্ত ভোগান্তির শিকার হলেন উত্তর কলকাতা এবং শহরতলির অসংখ্য নিত্যযাত্রী। জানজটে প্রায় অবরুদ্ধ হয়ে পড়ে গোটা উত্তর কলকাতা। এদিকে, পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই বেশ কিছু রুটের বাস চলাচল বন্ধ করা হয়েছে। বদলানো হয়েছে বেশ কয়েকটি বাসের রুট। কিন্তু, তাতেও পরিস্থিতি বদলায়নি। তার উপর আগামিকাল তৃতীয়া। জনজোয়ার নামবে শহরের উত্তর থেকে দক্ষিণে। তখন যে কী হবে সেই আশঙ্কায় মঙ্গলবার সকালে ফের নবান্নে বৈঠক ডাকা হয়েছে বিকল্প পথ বাছতে।