দিল্লির বায়ুদূষণ ক্রমেই ছড়াচ্ছে সংলগ্ন অঞ্চলেও। উত্তরপ্রদেশের আগ্রা, নয়ডা, গাজিয়াবাদের আকাশও ধোঁয়াশায় মোড়া। এই বায়ুদূষণ যেমন মানুষের স্বাস্থ্যের ক্ষতি করছে তেমনই দূষণ ক্ষতি করছে গাছপালা, প্রাণীজগত্ এবং হেরিটেজ ভবনগুলিতেও। তার মধ্যে অন্যতম আগ্রার তাজমহল। এই দূষণের ফল যে পৃথিবীর সাত আশ্চর্যের তালিকাভুক্ত, ভারতের একমাত্র আশ্চর্য তাজমহলের পক্ষে মারাত্মক আকার নিতে পারে সেব্যাপারে ওয়াকিবহাল আগ্রা প্রশাসন। সেই লক্ষ্যেই তাজমহলের গেটে দুটি বায়ু পরিশোধনকারী যন্ত্র বসানো হয়েছে। আগ্রা পুরসভার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আর কে রাঠি একথা জানিয়ে বলেছেন, ‘তাজমহলের পরিচ্ছন্নতা এবং বায়ু পরিশোধক বসানোর দায়িত্ব দেওয়া হয়েছে একটি সংস্থাকে। আমরা এটা করছি বায়ুদূষণ মোকাবিলা করতে আর প্রতিদিন এখানে যত পর্যটন আসেন তাঁদেরও কিছুটা স্বস্তি হবে।’