দেশ

দিল্লির পুলিশ সদর দফতরের সামনে বিক্ষোভ প্রদর্শন পুলিশকর্মীদেরই, কাজে ফেরার আর্জি কমিশনারের

মঙ্গলবার দিল্লি পুলিশের সদর দফতরের সামনে বিক্ষোভ দেখান পুলিশকর্মীরাই। দফতর ঘেরাও করে রাখেন অনেকক্ষণ। শনিবার দিল্লির তিস হাজারি কোর্টের বাইরে গাড়ি পার্কিং নিয়ে পুলিশ-আইনজীবী সংঘর্ষের প্রতিবাদেই এই বিক্ষোভ প্রদর্শন বলে জানা গিয়েছে। এদিন তারা তাঁদের উর্দিতে কালো ব্যান্ড ও লাগান ঘটনার প্রতিবাদ জানাতে। এই পরিস্থিতিতে তাঁদের মাথা ঠান্ডা রেখে কাজে যোগ দেওয়ার আরজি জানান দিল্লির পুলিশ কমিশনার অমূল্য পট্টনায়েক। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি সবার কাছে শান্তি বজায় রাখার আরজি জানাব। এই পরিস্থিতিতে শান্তি বজায় রাখার চেষ্টাই করা উচিত। আমাদের কর্তব্য ঠিকঠাক পালন করার পাশাপাশি আইন শাসনের বজায় রাখতে হবে। আমরা প্রত্যেকেই আইনের রক্ষাকর্তা। তাই সবসময় রাজধানীর শান্তিশৃঙ্খলা বজায় রাখার চেষ্টা আমাদের করেই যেতে হবে।