রাজ্যের দুই জেলাশাসককে বদলি করা হল। বৃহস্পতিবার সন্ধ্যায় নবান্নের তরফে জারি হওয়া সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পশ্চিম বর্ধমানের জেলাশাসক শশাঙ্ক শেঠিকে বদলি করে মুখ্যসচিবের ওএসডি পদে নিয়ে আসা হয়েছে। দার্জিলিংয়ের জেলাশাসক দীপাপ প্রিয়া পিকে কর্মিবর্গ এবং প্রশাসনিক সংস্কার দপ্তরের ওএসডি পদে বদলি করা হয়েছে। দার্জিলিংয়ের নতুন জেলাশাসক করা হয়েছে এসজেডিএ’র চিফ এগজিকিউটিভ অফিসার এসএইচ পুন্নমবালমকে।