দেশ

দূষণ থেকে বাঁচতে ছাত্র-ছাত্রীদের মাস্ক বিলি করলেন কেজরিওয়াল

বিষ বাতাসে প্রাণ ওষ্ঠাগত অবস্থা রাজধানীর বাসিন্দাদের। এই রাজ্যের মুখ্যমন্ত্রী পরিস্থিতি দেখে বলেছেন, ‘‌দিল্লি গ্যাস চেম্বারে রূপান্তরিত হয়েছে।’‌ ফলে বোঝাই যাচ্ছে পরিস্থিতি যথেষ্ট উদ্বেগের। রাস্তায় নেমে অভিনব পদক্ষেপ তিনি। শুক্রবার দিল্লির বাতাসের মান ক্রমাগত খারাপ হচ্ছে দেখে স্কুলের ছাত্রছাত্রীদের মাস্ক বিলি করলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিল্লি এবং তার সংলগ্ন এলাকায় বাতাসের মান খারাপের চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলেই খবর। এই পরিস্থিতি নিয়ে এদিন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, ‘‌মানুষের নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। এই অবস্থা থেকে মুক্তি দিতেই মাস্ক বিলি করা হচ্ছে। সরকারি এবং বেসরকারি স্কুলের ছাত্রছাত্রীদের মাস্ক বিলি করা হচ্ছে।’‌ কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্যদ ইতিমধ্যেই দিল্লির বাতাসের মান নিয়ে খারাপ রিপোর্ট দিয়েছে। এই বিষয়ে দিল্লির মুখ্যমন্ত্রী জানান, দিল্লি জুড়ে এন৯৫ মাস্ক বিলি করা শুরু হয়েছে। কারণ মানুষ এখানে নিঃশ্বাস নিতে পারছেন না। প্রতিবেশী রাজ্য শস্য জ্বালিয়ে যে ধোঁয়ার সৃষ্টি করেছে তাতে দিল্লির বাতাস গ্যাস চেম্বারে পরিণত হয়েছে। তাই এই বিষ বাতাস থেকে নিজেদের বাঁচাতে মাস্ক বিলি করা হচ্ছে।’‌