জেলা

দেশ রক্ষা করতে গিয়ে পাক সীমান্তে তলিয়ে গেলেন বাংলার জওয়ান

তেহট্ট: ভূস্বর্গে সীমান্তে পাহারা দিতে গিয়ে প্রকৃতির রোষে প্রাণ হারালেন বাংলার এক জওয়ান। জানা গিয়েছে, জম্মু কাশ্মীর সীমান্তে কর্তব্যরত অবস্থায় হরপা বানে তলিয়ে মৃত্যু হয়েছে ওই সেনা জওয়ানের। মৃতের নাম পরিতোষ মণ্ডল। নদিয়ার পলাশিপাড়ার বাসিন্দা ওই ব্যক্তি। জানা গিয়েছে, দু’দিন নিখোঁজ থাকার পর সোমবার সকালে ওই ব্যক্তির মৃত্যুর খবর এসেছে পৌঁছয় বাড়িতে। কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার।জানা গিয়েছে, ১৯৮৫ সালে সেনা বাহিনীতে যোগ দিয়েছিলেন নদিয়ার বাসিন্দা পরিতোষ মণ্ডল। বর্তমানে জম্মু কাশ্মীরের আরএসপুরা সীমান্তে কর্তব্যরত ছিলেন ৩৬ নম্বর ব্যাটালিয়নের ওই জওয়ান। জানা গিয়েছে, শনিবার সকালে ছেলে প্রীতমকে ফোন করেন ওই ব্যক্তি। জানান চলতি মাসের ২৬ তারিখ ১ মাসের ছুটিতে বাড়ি ফিরবেন তিনি। ছেলেকে টিকিট কাটতেও বলেন। এরপর আর বাবার সঙ্গে কথা হয়নি প্রীতমের। রবিবার সকালে সেনা বাহিনীর তরফে ওই জওয়ানের বাড়িতে ফোন করে জানানো হয়, জম্মু কাশ্মীরের আরএসপুরা সীমান্তে খালের পাশে কর্তব্যরত ছিলেন পরিতোষ। কিন্তু দীর্ঘক্ষণ ধরে তাঁর কোনও হদিশ মিলছে। তাঁরা আশঙ্কা করেন যে হরপা বানে তলিয়ে গিয়েছেন জওয়ান। জলের স্রোতে ভেসে যেতে তিনি পাকিস্তান পৌঁছতে পারেন বলেও আশঙ্কা করা হয়।এই খবর পৌঁছনোর পর থেকেই আতঙ্কের প্রহর কাটাচ্ছিলেন জওয়ানের পরিবারের সদস্যরা। পরে সোমবার সকাল ১১ টা নাগাদ সেনা বাহিনীর তরফে পরিতোষবাবুর ছেলেকে ফোনে জানানো হয়, পাক সীমান্তের খাল থেকে উদ্ধার হয়েছে জওয়ানের দেহ। মৃত্যুর খবর পৌঁছতেই কান্নায় ভেঙে পড়ে পরিবার। তবে আদৌ হরপা বানে তলিয়েই কি মৃত্যু হয়েছে ওই ব্যক্তির? তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন মৃতের পরিবারের সদস্যরা। কতক্ষণে দেহ ফিরবে পলাশিপাড়ায় এখন সেই অপেক্ষায় এখন পরিবার। স্থানীয় বিধায়ক জানিয়েছেন, তিনিও মৃত্যুর খবর পেয়েছেন। প্রশাসনের তরফে মৃতের পরিবারকে সবরকম সাহায্য করা হবে।