ভারতে অব্যাহত করোনা ভাইরাসের দাপট। দেশে মৃতের সংখ্যা ৩৯২। আক্রান্ত ১১,৯৩৩ জন। অ্যাকটিভ কেস ১০,১৯৭। সুস্থ হয়েছেন ১৩৪৪ জন। এদিকে, পশ্চিমবঙ্গে আক্রান্ত বেড়ে ১৩২। পরিস্থিতি সামাল দিতে গোটা দেশে ৩ মে পর্যন্ত বাড়ানো হয়েছে লকডাউনের সময়সীমা। স্পর্শকাতর এলাকাগুলি চিহ্নিত করে সিল করার পদক্ষেপ করছে প্রশাসন। মহারাষ্ট্র, দিল্লি, গুজরাতের পর পশ্চিমবঙ্গেও বাড়ির বাইরে মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে।