দেশ

দেশে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৬০৩, আক্রান্ত ১৮ হাজার ৯৮৫

গত ২৪ ঘণ্টায় মোট মৃত্যু হয়েছে ৪৪ জনের

ভারতে করোনা ভাইরাসে মৃত্যু ৬০০ ছাড়াল। নতুন করে করোনায় আক্রান্ত হয়ে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে আজ। সব মিলিয়ে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬০৩। এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ১৮৯৮৫ জন।অন্যদিকে চিকিৎসার পর সুস্থ হয়ে ৩২৬০ জন হাসপাতাল থেকে ছাড়া পেয়ে গিয়েছেন। আজ স্বাস্থ্যমন্ত্রক সূত্রে এই তথ্য পাওয়া গিয়েছে। স্বাস্থ্যমন্ত্রক আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ১৩২৯ জনের শরীরে মিলেছে কোভিড-১৯ ভা‌ইরাস। পাশাপাশি এই ২৪ ঘণ্টায় মোট মৃত্যু হয়েছে ৪৪ জনের।