দেশ

দেশের ৭৮ শতাংশ পরিযায়ী শ্রমিকরা গত মাসে কোন ‌বেতনই পাননি, জানাচ্ছে সমীক্ষা

দেশের বহু পরিযায়ী শ্রমিকরা গত মাসে পাননি কোন বেতন। চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে ‘স্ট্র্যান্ডেড ওয়ার্কার্স অ্যাকশন নেটওয়ার্ক’এর একটি সমীক্ষার রিপোর্টে। প্রায় ১১ হাজার শ্রমিককে নিয়ে এই সমীক্ষা করা হয়েছে। তাতেই দেখা গিয়েছে, গত ২৬ এপ্রিল পর্যন্ত প্রায় ৭৮% পরিযায়ী শ্রমিকের ভাগ্যে এক টাকাও জোটেনি। মাত্র ৬% শ্রমিক পুরো টাকা হাতে পেয়েছেন। বাকি ৯৪% মধ্যে কেউ কেউ কিছু টাকা পেয়েছেন। বেশিরভাগই কোনও টাকা পাননি। জানাচ্ছে সমীক্ষা। যেসব শ্রমিকদের নিয়ে এই সমীক্ষা করা হয়েছে, তাঁদের ৫৯% দিনমজুর। কেউ কারখানায় কাজ করেন, কেই আবার নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত। কেউ কেউ আবার গাড়ির চালক, আবার কেউ বাড়িতে বাড়িতে কাজ করেন। অসংগঠিত ক্ষেত্রে ছোটখাটো কাজ করেন ১৬% শ্রমিক। তাঁদের দৈনিক আয় ৩৮০ টাকার কাছাকাছি। সংস্থার রিপোর্টে আরও জানা গিয়েছে, ১৪ই এপ্রিল পর্যন্ত এঁদের ৮৭% এর কাছে এক পয়সাও পৌঁছয়নি। ১৩% শ্রমিক অল্প কিছু বেতন জোগাড় করতে পেরেছেন, যা ২৬ এপ্রিল পর্যন্ত ১৬ শতাংশে গিয়ে পৌঁছায়। অনেক শ্রমিক অভিযোগ করেছেন, তাঁরা এপ্রিল মাসের মাইনেই পাননি। এমনকি পৌঁছয়নি প্রয়োজনীয় রেশনটুকুও। যাঁরা মাইনে পেয়েছেন, তাঁদেরও আশঙ্কা আগামীদিনে তাঁদের বেতন কেটে নেওয়া হতে পারে। এমনকী, বেতন নাও জুটতে পারে। দু’‌টো পয়সার জন্য বাইরের রাজ্যে কাজে গিয়েছিলেন তাঁরা। লকডাউনের জেরে রুজিরুটি হাতছাড়া। কেন্দ্রের সাহায্যের আশায় প্রহর গুণছে ওই পরিযায়ী শ্রমিক-রা।