কলকাতা

নির্বাচনের আগে অবস্থানে প্রেসিডেন্সির পড়ুয়ারা

কলকাতাঃ ছাত্র নির্বাচন ঘিরে জটিলতা।  পড়ুয়াদের একাধিক দাবির পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ নারাজ তাই জটিলতা দেখা দিয়েছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে। পরিস্থিতি এমন যে ছাত্র-ছাত্রীরা অবস্থান বিক্ষোভেও সামিল হন। দীর্ঘদিনের আন্দোলনের ফলে স্বশাসিত বিশ্ববিদ্যালয়ে ইউনিয়ন নির্বাচন করার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বিশ্ববিদ্যালয়ের নির্বাচন প্রক্রিয়া নিয়ে সোমবারই একটি নোটিফিকেশন জারি করা হয়। সেখানে উল্লেখ করা হয় ১৪ নভেম্বর প্রেসিডেন্সিতে নির্বাচন হবে। মঙ্গলবার তা নিয়েই ইনডিপেনডেন্টস কনসোলিডেশন-সহ আরও কিছু ছাত্র-ছাত্রী বৈঠকে বসেন।নির্বাচনের অংশগ্রহণ করতে বেশকিছু শর্ত চাপিয়েছে কর্তৃপক্ষ। যারমধ্যে রয়েছে, যে পড়ুয়াদের ৭৫% উপস্থিতি থাকবে না তাঁরা নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন না। কোনও মেডিক্যাল গ্রাউন্ডে বা অন্য কোনও কারণকে গুরুত্ব দিতে চাইছেন না কর্তৃপক্ষ। ন্যাচারাল জাস্টিস বা মানবতার ক্ষেত্রকে অগ্রাহ্য করা হচ্ছে। দ্বিতীয়ত, কর্তৃপক্ষের তরফ থেকে পরিষ্কার জানানো হয়েছে, যে নির্বাচনের মনোনয়ন অনলাইন মাধ্যম ছাড়া করা যাবে না। যাঁরা সেই শর্ত পালন করতে পারবে না তাঁরা সুযোগ থেকে বঞ্চিত। কিন্তু কর্তৃপক্ষ মানতে নারাজ। আর এখানেই জলঘোলা পরিস্থিতি তৈরি হয়েছে। ইতিমধ্যেই ডিন অব স্টুডেন্টস-এর অফিসে মঙ্গলবার সন্ধ্যা থেকেই অনির্দিষ্টকালের অবস্থানে বসেছে পড়ুয়াদের একাংশ।