কলকাতা

নোবেল জয়ী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে মুখ্যমন্ত্রী, রাজ্যের উন্নয়ন প্রকল্প নিয়ে মত বিনিময়

কলকাতাঃ আজ বিকেল ৪.‌৫৫ মিনিট নাগাদ বালিগঞ্জ সার্কুলার রোডে নোবেলজয়ী বাঙালি অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন আলাপন বন্দ্যোপাধ্যায় । মুখ্যমন্ত্রী অভিজিত বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছতেই কৌতুহলী প্রতিবেশীদের ভিড় শুরু হয়। সেই ভিড় কাটিয়েই অভিজিত বন্দ্যোপাধ্যায়ের ফ্ল্যাটে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে অভিজিতের মা নির্মলা বন্দ্যোপাধ্যায় সহ আরও বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেন তিনি। সঙ্গে ছিলেন তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী ইন্দ্রনীল সেন। বিজয়ার শুভেচ্ছা বিনিয়মের পরে গান গাইতে শোনা যায় ইন্দ্রনীল সেনকেও। মুখ্যমন্ত্রী এদিন অভিজিতের বাড়িতে প্রবেশের

পরেই তাঁর নোবেল জয়ের জন্য শুভেচ্ছা জানান মা নির্মলা বন্দ্যোপাধ্যায়কে। দীর্ঘক্ষণ আলোচনার পর বেরিয়ে এসে মুখ্যমন্ত্রী জানান, সরকারি নানা কাজে অর্থনৈতিক নীতি তৈরির বিষয়ে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় ও তাঁর মা নির্মলা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করবে রাজ্য সরকার। অভিজিত বন্দ্যোপাধ্যায় আগে থেকে দীর্ঘদিন ধরে দারিদ্র নিয়ে কাজ করে চলেছে নির্মলা দেবীও। তাঁর কাজকেও স্বীকৃতি দিয়ে, তাঁদের সঙ্গে কৃষি, শিক্ষা, ও উন্নয়নের কাজ নিয়েও আলোচনা করা হবে বলে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর সেই প্রস্তাব সানন্দে গ্রহণ করেছেন নির্মলা বন্দ্যোপাধ্যায়ও। সরকারের সঙ্গে আলোচনার বিষয়ে তাঁরাও আগ্রহী বলে জানিয়েছেন। দেখুন ভিডিও –

https://www.facebook.com/banganews.net/videos/397399077860978/