কলকাতা

‘নোভেল করোনা ভাইরাসের পরীক্ষার কিট ত্রুটিপূর্ণ’, রাজ্যের অভিযোগ স্বীকার নাইসেড-এর

করোনা ভাইরাস পরীক্ষার কিটে ত্রুটি রয়েছে। টুইট করে এই অভিযোগ জানায় স্বাস্থ্য দফতর। সেই অভিযোগ কার্যত স্বীকার করে নিলেন নাইসেড। সেই টুইটের জবাবে নাইসেড অধিকর্তা লিখিতভাবে জানান, “সমস্যাটি আইসিএমআর গুরুত্ব দিয়ে দেখছে। তারা এটা জানে। ইউএস থেকে স্ট্যান্ডার্ড কিটের সরঞ্জাম আসত পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজি অর্থাৎ এনআইভি-তে। এনআইভি সেই কিটগুলোকে অ্যাসেম্বল করত বিভিন্ন রিএজেন্ট ও কন্ট্রোলের মাধ্যমে। তারপর বিভিন্ন ল্যাবরেটরিতে কিটগুলি সরাসরি তারা সরবরাহ করত। এখন দেশে প্রচুর পরিমাণ কিট দরকার।  ফলে এনআইভি সেই কাজ করে উঠতে পারছে না। কার্যত সেটা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এখন আইসিএমআর রেডিমেড কিট সংগ্রহ করছে। তারপর তা দেশের ২৬টি  সেন্টারে বা ডিপোতে পাঠিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন ল্যাবরেটরিতে পৌঁছে দেওয়ার জন্য। এই কিটগুলি সঠিক  রেজাল্ট দিচ্ছে না। তা আইসিএমআর ইতিমধ্যেই সব রাজ্যকে জানিয়ে দিয়েছে।

প্রতীকী ছবি।