পঞ্জাবঃ পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলি পঞ্জাবের খলিস্তানপন্থী জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগ রাখছে এই বিষয়েও সতর্কতা জারি করেছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। সম্ভাব্য জঙ্গি নাশকতার আশঙ্কায় গতকাল থেকেই পঞ্জাব জুড়ে নিরাপত্তা আরও আঁটোসাঁটো করা হয়েছে। পাঠানকোট ও গুরদাসপুরের সীমান্তবর্তী এলাকায় জারি হয়েছে চূড়ন্ত সতর্কতা। চিরুনি তল্লাশি শুরু করেছে প্রায় পাঁচ হাজার পুলিশকর্মী, সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং এনআইএ-র অফিসাররা। পঞ্জাব পুলিশের অ্যাডিশনাল ডিরেক্টর ঈশ্বর সিং এবং এডিজিপি (স্পেশাল অপারেশন গ্রুপ এবং কম্যান্ডো) রাকেশ চন্দ্রের তত্ত্বাবধানে তল্লাশি অভিযান শুরু হয়েছে রাজ্য জুড়ে। পঞ্জাব পুলিশের প্রধান দীনকর গুপ্ত জানিয়েছেন, ড্রোন উড়িয়ে পঞ্জাবে গত মাসে দশটি অস্ত্র ফেলা হয়েছিল। জঙ্গিদের হাতে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই ওই সব আধুনিক আগ্নেয়াস্ত্র ফেলা হয়েছিল। যাতে জঙ্গিরা ওই অস্ত্রশস্ত্র নিয়ে জম্মু-কাশ্মীরে হামলা চালাতে পারে।তিনি জানিয়েছেন, শনিবার দিনভর জলন্ধরে অভিযান চালাবে বায়ুসেনা, বিএসএফ ও ভারতের গোয়েন্দা সংস্থাগুলি।