কলকাতা

পার্কসার্কাস, রাজাবাজার সহ শহরের বিভিন্ন এলাকায় করোনা নিয়ে সচেতনতার প্রচারে মাইকিং মুখ্যমন্ত্রীর

জ্যোতির্ময় দত্ত, কলকাতাঃ লকডাউন সফলভাবে পালন করা হচ্ছে কিনা তা দেখতে এবার কলকাতার রাজপথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শহরবাসীকে সচেতন করতে মাইক হাতে স্বয়ং মুখ্যমন্ত্রী। আজ পার্ক সার্কাস, রাজাবাজার সহ শহরের বিভিন্ন এলাকায় যান মুখ্যমন্ত্রী। লকডাউন মেনে চলার জন্য এলাকাবাসীকে আবেদন জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লকডাউনের জেরে বহু মানুষের অসুবিধা হচ্ছে, একথা আরও একবার স্মরণ করিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘লকডাউনের জেরে বহু মানুষের অসুবিধা হচ্ছে, তা জানি। লকডাউন না চললে আপনাদের সঙ্গে গিয়ে দেখা করতাম। কিন্তু লকডাউনের জেরে তা সম্ভব হচ্ছে না। আপনারাও ঘরে থাকুন, সুস্থ থাকুন। এই লড়াইয়ে পাশে থাকুন।’