দেশ

প্রথম দফার নির্বাচনের দিন ঝাড়খণ্ডে হামলা, গুমলায় সেতু উড়িয়ে দিল মাওবাদীরা

আজ শনিবার সকাল থেকেই রাজ্যের ৮১ বিধানসভার ১৩টি কেন্দ্রে চলছে নির্বাচন। সকাল সাতটা থেকে শুরু হয়ে গিয়েছে প্রথম দফার ভোটগ্রহণ পর্ব। ১৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১৮৯ জন প্রার্থী। এদিনের ১৩ আসনের মধ্যে বিজেপি প্রতিদ্বন্দ্বিতা করছে ১২ আসনে এবং ১ আসনে নির্দল প্রার্থীকে সমর্থন করছে বিজেপি। অন্যদিকে কংগ্রেস লড়াই করছে ৬ আসনে, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ৪ আসনে এবং ৩ আসনে আরজেডি। রাজ্যের ছাতরা, গুমলা, বিষ্ণুপুর, লোহারডাঙা, মানিকা, লাতেহার, পানকি, ডালটনগঞ্জ, বিষরামপুর, ছত্তরপুর, হুসেনাবাদ, গাড়োয়াল ও ভগবন্তপুরে কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ। এর মাঝেই খবর গুমলায় একটি সেতু উড়িয়ে দিয়েছে মাওবাদীরা। যদিও এই ঘটনায় কোন হতাহতের খবর মেলেনি। জেলা প্রশাসক শশী রঞ্জন এই প্রসঙ্গে জানিয়েছেন, সকাল ১০টার মধ্যে ভোট পড়েছে ১৫ শতাংশ। এদিকে নকশালদের হুমকির কথা মাথায় রেখে ভোটগ্রহণের সময় বিকাল ৩টে পর্যন্ত নির্দিষ্ট করা হয়েছে।