দেশ

প্রাক্তন উপমুখ্যমন্ত্রীর বাড়িতে আয়কর হানায় চাঞ্চল্য কর্ণাটকে

বেঙ্গালুরু: ফের কর্ণাটকে আয়কর হানার শিকার কংগ্রেস নেতা। এবার আয়কর দফতরের শিকার ওই রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জি পরমেশ্বর।বৃহস্পতিবার ওই প্রবীণ কংগ্রেস নেতার একাধিক বাড়ি এবং তাঁর মালিকানাধিন শিক্ষা প্রতিষ্ঠানে হানা দেয় আয়কর আধিকারিকদের দল। খুব স্বাভাবিকভাবেই যা নিয়ে ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য।কেবলমাত্র জি পরমেশ্বর নয়, তাঁর পরিবারের অন্য সদস্যদের মালিকানায় থাকা নানান জায়গায় হানা দেওয়া হয়। আয়কর দফতর সূত্রে জানা গিয়েছে, নির্দিষ্ট তথ্যের উপরে ভিত্তি করেই এই অভিযান চালানো হয়েছে। তদন্তের স্বার্থেই এই অভিযান চালানো হয়েছে বলেও জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক আয়কর কর্তা।যদিও সরকারিভাবে এই অভিযানের বিষয়ে কিছুই স্বীকার করেনি আয়কর দফতরের আধিকারিকেরা। যদিও এই আয়কর হানার বিষয়ে বিন্দুমাত্রও ভীত নন কংগ্রেসের প্রবীণ নেতা জি পরমেশ্বর। তিনি বলেছেন, “শুনেছি যে আমার এবং আমার পরিবারের সদস্যদের মালিকানায় থাকা একাধিক বাড়ি এবং প্রতিষ্ঠানে আয়কর দফতর অভিযান চালিয়েছে। সব নথি তাঁরা খতিয়ে দেখুক। আমাদের বিরুদ্ধে তদন্ত করুক।”জি পরমেশ্বর দীর্ঘ দিন ধরেই কংগ্রেসের সঙ্গে যুক্ত। কর্ণাটক প্রদেশ কংগ্রেসের সভাপতির দায়িত্বও পালন করেছেন। ২০১৩ সালের বিধানসভা নির্বাচনের পরে ওই রাজ্যের ক্ষমতা দখল করে কংগ্রেস। সেই সময়ে রাজ্যের মন্ত্রী করা হয় তাঁকে। সিদ্দারামাইয়ার মন্ত্রীসভার গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন জি পরমেশ্বর। ২০১৮ সালের বিধানসভা নির্বাচনের পরে জেডি(এস)-র সঙ্গে জোট গঠন করে কংগ্রেস। সেই জোট সরকারের উপমুখ্যমন্ত্রী হয়েছিলেন এই জি পরমেশ্বর।কর্ণাটকের কংগ্রেস নেতার বাড়িতে আয়কর হানা এই নতুন নয়। এক মাস আগেই ওই রাজ্যের প্রবীণ কংগ্রেস নেতা ডিকে শিবকুমারের বারিতে অভিযান চালায় আয়কর দফতর। কর ফাঁকি এবং আর্থিক তছরুপের অভিযোগে তাঁকে গ্রেফতারও করা হয়।ক্রমাগত এউ ধরণের ঘটনায় চক্রান্তের গন্ধ পাচ্ছেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। তাঁর কথায়, “আমাদের বিরুদ্ধে কোনও অভিযোগ খুঁজে পাচ্ছে না। আমাদের নীতি বা সরকার পরিচালনাতেও কোনও ভুল পায়নি। কোনও দুর্নীতিও দেখা যাচ্ছে না। তাই আয়কর দফতরকে দিয়ে অযথা হেনস্থা করানো হচ্ছে।”