কলকাতা

প্রয়াত প্রাক্তন এমপি তথা শিক্ষাবিদ কৃষ্ণা বসু

জীবনাবসান হল প্রাক্তন এমপি তথা শিক্ষাবিদ কৃষ্ণা বসুর। বয়স হয়েছিল ৮৯ বছর। শনিবার সকালে ১০টা ২০ মিনিট নাগাদ বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গত কয়েকদিন আগে হৃদযন্ত্রে সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। গত রাতে হৃদরোগে আক্রান্ত হন তিনি। চিকিৎসকদের চেষ্টা সত্ত্বেও এদিন সকালে শেষ নিঃশ্বাস করেন। ১৯৩০ সালের ২৬ ডিসেম্বর ঢাকায় জন্ম হয় কৃষ্ণা বসুর। নেতাজি সুভাষচন্দ্র বসুর মেজদাদা শরৎকুমার বসুর পুত্র ডাঃ শিশিরকুমার বসুর স্ত্রী ছিলেন তিনি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রথমে ইংরেজিতে অনার্স নিয়ে বিএ পরীক্ষায় উত্তীর্ণ হন। পরে ইংরেজিতেই এমএ করেন তিনি। দীর্ঘ ৪০ বছর ধরে সিটি কলেজে অধ্যাপনা করেছেন কৃষ্ণা বসু। তারমধ্যে আট বছর কলেজের প্রিন্সিপালও ছিলেন। তিনবার লোকসভা নির্বাচনে জিতে সংসদ সদস্যও হয়েছিলেন তিনি। কৃষ্ণা বসুর প্রয়াণে শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । টুইটে তিনি বলেন, একজন ভালোবাসার ও শ্রদ্ধার মানুষকে হারালাম। কৃষ্ণা বসুর চলে যাওয়ায় আমি মর্মাহত। তিনি একজন সমাজ সংস্কারক, বিখ্যাত কবি ও শিক্ষাবিদ ছিলেন। ভারতীয় সমাজ ও বাংলার সংস্কৃতিতে তাঁর অবদান মানুষ মনে রাখবে।