ফের চালু করা হোক ভারত ও আফগানিস্তানের মধ্যে বিমান পরিষেবা। ডিজিসিএ-কে লেখা একটি চিঠিতে এমনটাই আবেদন জানাল তালিবান সরকারের মন্ত্রী আলহাজ হামিদুল্লা আখুন্দজাদা। গত ৭ সেপ্টেম্বর ওই চিঠি লেখা হয়েছে বলে জানানো হয়েছে। ওই চিঠিতে আখুন্দজাদা লিখেছেন, কাবুল বিমানবন্দরটি মার্কিন সেনারা ছাড়ার আগে তা একরকমের পরিবহনের অযোগ্য করে দিয়ে যায়। কিন্তু কাতারের সহযোগিতায় ফের বিমানবন্দরটি চালু করা হয়েছে। আখুন্দজাদার আবেদন, দুই দেশের মধ্যে যাতে ফের বিমান চলাচল আগের মতোই মসৃণ হয় সেই উদ্দেশ্যে ফের পদক্ষেপ করা হোক।