কলকাতা

বন্ধ হতে চলেছে আরও একটি ব্রিজ

কলকাতা: পুজোর আগে থেকে বন্ধ করে দেওয়া হয়েছে টালা ব্রিজ৷ পঞ্চমী থেকে চলেছে স্বাস্থ্য পরীক্ষা৷ ঘোরানো হয়েছে পরিবহনের রুট৷ ফলে চাপ বেড়েছে অন্যান্য ব্রিজগুলিতে৷ তেমনি সমস্যা দেখা দিয়েছে বেলগাছিয়া ব্রিজে৷ব্রিজ কর্তৃপক্ষ জানিয়েছে, বেলগাছিয়া ব্রিজের উপর বাইকের চাপ বেড়েছে৷ এই ব্রিজের ওপর জে ফাইভ-এর আস্তরণ দিয়ে রাস্তা করা আছে তা অবিলম্বে তুলে ফেলতে হবে৷ না হলে ওই ব্রিজের বহন ক্ষমতা কমে যাবে৷ শুধু তাই নয় ধীরে ধীরে ক্ষয় হতে থাকবে৷তাই এমন মেশিন দিয়ে জে ফাইভের আস্তরন তুলতে হবে যাতে বেলগাছিয়া ব্রিজের কোন ক্ষতি না হয়৷ এবং বহন ক্ষমতা কমে না যায়৷ পাশাপাশি ভাইব্রেশন যাতে না হয় সেদিকে নজর রাখতে হবে৷ আগামী এক মাসের মধ্যে এই কাজ করতে হবে বলে জানিয়ে ব্রিজ কর্তৃপক্ষ৷প্রসঙ্গত, পুজো কাটতে কাটতেই ফের তৎপর হল প্রশাসন৷ বুধবার মুখ্যসচিবের কাছে ব্রিজের স্বাস্থ্য সংক্রান্ত রিপোর্ট জমা দিল মুম্বাইয়ের বিশেষজ্ঞ সংস্থা৷ জানা গিয়েছে, আগামী শনিবার টালা ব্রিজ নিয়ে বৈঠকে করবেন মুখ্যমন্ত্রী৷ সেই বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া ব্রিজের বিষয়ে৷ইতিমধ্যে টালা ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা করেছে মুম্বাইয়ের বিশেষজ্ঞ সংস্থা৷ এরপরই টালা ব্রিজ নিয়ে বুধবার নবান্নে মুখ্যসচিবের কাছে চূড়ান্ত রিপোর্ট জমা দিলেন ব্রিজ বিশেষজ্ঞ ভি কে রায়না৷ ওই রিপোর্টে ব্রিজটি ভেঙে নতুন করে র্নিমাণেরই সুপারিশ দেওয়া হয়েছে৷ তবে টালা ব্রিজের চূড়ান্ত ভবিষত জানা যাবে শনিবারই৷