বরফে ঢেকে গেল রাজস্থানের নাগৌড় এলাকা। রাস্তাঘাট, গাছ, বাড়ির ছাদ একেবারে সাদা হয়ে যায় পুরু বরফের চাদরে। দেখে অনেকটাই কাশ্মীর বা সিমলা বলে মনে হতে পারে, কিন্তু এটাই ছিল রাজস্থানের মরু শহর নাগৌড়। ফলে বিস্ময়ে হতবাক সাধারণ মানুষ। শুক্রবার সকালে টন টন বরফ বেলচা, কোদাল দিয়ে সরাতে হয়েছে, জমি-জমা ও বাড়ির ছাদ থেকে। বরফ পড়লেও এটা তুষারপাত নয় বলে জানাচ্ছেন আবহবিদরা। আবহাওয়া অফিসের কথায়, শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝার দৌড়াত্মেই উত্তর-পশ্চিম ভারতে প্রবল শিলাবৃষ্টি হয়। এর ফলেই মরুশহর নাগৌড়ে ভারী মাত্রায় বরফ জমা হয়েছে বলেই দাবি আবহবিদদের। নাগৌড়ের পাশাপাশি মৌলসার, কীচক গ্রামও পুরু বরফে ঢেকে গিয়েছে বলে জানা গিয়েছে। বিগত ৫০ বছরেও এই ধরণের ঘটনা দেখেনি বলে দাবি করছেন ওই এলাকার প্রবীন নাগরিকরা।