কলকাতা

রাজ্যে করোনা আক্রান্ত ৪৯, বাড়েনি মৃত্যুর সংখ্যা

বেলেঘাটা আইডির ২৪ জনের মধ্যে ৪ জনকে ছেড়ে দেওয়া হল এবং ৫ জনও সুস্থতার পথে

কলকাতাঃ রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত ১১জন। রাজ্যে এই মুহূর্তে করোনায় আক্রান্ত ৪৯। বাড়েনি মৃতের সংখ্যা। করোনা মোকাবিলায় রাজ্যে তৈরি সাতটি পরীক্ষা কেন্দ্র। পাঁচটি সরকারি ও দুটি বেসরকারি। ২৬২৬ জন রয়েছেন কোয়ারেন্টাইন সেন্টারে। এছাড়া বেলেঘাটা আইডির ২৪ জনের মধ্যে চারজনকে ছেড়ে দেওয়া হল এবং পাঁচজনও সুস্থতার পথে, জানালেন মুখ্যসচিব রাজীব সিনহা।