কলকাতা

‌বাবুল সুপ্রিয়কে ঘিরে বিক্ষোভ, '‌গো ব্যাক'‌ স্লোগান

সাধারণ মানুষের বিক্ষোভের মুখে আসানসোলের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়। রবিবার জোড়াসাঁকো থানা এলাকায় বিদ্যাসাগর কলেজের পাশের একটি বুথে নিজের ভোটদানের জন্য গিয়েছিলেন বাবুল সুপ্রিয়। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাঁকে আবেদন করেছিলেন ভোটদান হয়ে গেলেই যেন তিনি ঘটনাস্থল থেকে চলে যান। অভিযোগ, সেকথায় কর্ণপাত না করে ভোটাধিকার প্রয়োগ করার পরও দীর্ঘক্ষণ বুথের সামনেই দাঁড়িয়ে বিজেপি কর্মী, সমর্থকদের জমায়েতে নেতৃত্ব দিতে থাকেন তিনি। ওই বুথে এর আগে ইভিএম খারাপ থাকায় দীর্ঘক্ষণ ভোটদান থমকে ছিল। তীব্র গরমে লম্বা লাইনে অপেক্ষা করতে করতে আগে থেকেই বিরক্ত হয়েছিলেন সাধারণ ভোটাররা। এর মধ্যেই বাবুল এবং তাঁর সঙ্গীরা গিয়ে বুথের সামনে জমায়েত করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় ভোটাররা। এমনকি ‘‌গো ব্যাক বাবুল’‌ স্লোগানও তোলা হয়।