ভারতীয় বায়ুসেনার এ এন-৩২ বিমান দুর্ঘটনায় ১৩ জনেরই মৃত্যু হয়েছে । তাঁদের সবার দেহ উদ্ধার হয়েছে । উদ্ধার হয়েছে বিমানটির ব্ল্যাক বক্সও । ৩ জুন অসমের যোরহাট থেকে ভারতীয় বায়ুসেনার অ্যান্টোনোভ এ এন-৩২ বিমানটি ছেড়েছিল । বিমানটিতে ১৩ জন ছিল। সেটির গন্তব্য ছিল অরুণাচল প্রদেশের মেচুকার মিলিটারি ল্যান্ডিং স্ট্রিপ । দুপুর একটার পর থেকে তারপর বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছিল । মঙ্গলবার অরুণাচলের সিয়াং জেলার পায়ুম সার্কেলে বিমানটির ধ্বংসাবশেষ উদ্ধার হয় । এরপর আজ দুর্ঘটনাস্থান থেকে ১৩ জনেরই দেহ উদ্ধার করা হয় । হেলিকপ্টারে করে মৃতদেহগুলি আনা হচ্ছে । বায়ুসেনার তরফে মৃতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে টুইট করা হয়েছে । লেখা হয়, “যোদ্ধাদের শ্রদ্ধা জানাচ্ছে ভারতীয় বায়ুসেনা । ”
IAF Pays tribute to the brave Air-warriors who lost their life during the #An32 crash on 03 Jun 2019 and stands by with the families of the victims. May their soul rest in peace.
— Indian Air Force (@IAF_MCC) June 13, 2019
#Update on #An32 crash: Eight members of the rescue team have reached the crash site today morning. IAF is sad to inform that there are no survivors from the crash of An32.
— Indian Air Force (@IAF_MCC) June 13, 2019
Air-warriors who lost their lives in #AN32 aircraft crash – Wing Commander GM Charles, Squadron leader H Vinod, Flight lieutenant R Thapa, Flight lieutenant A Tanwar, Flight lieutenant S Mohanty & Flight lieutenant MK Garg, (1/2) pic.twitter.com/K5iFBEshSG
— ANI (@ANI) June 13, 2019