দেশ

বিজেপি বিধায়কের বিরুদ্ধে মেডিক্যাল অফিসারকে ধর্ষণের অভিযোগ

গুয়াহাটি: বিজেপি বিধায়কের বিরুদ্ধে উঠল ধর্ষণের অভিযোগ। তাও আবার বিজেপি শাসিত রাজ্যে। আরও বড় বিষয় হচ্ছে ধর্ষণের শিকার হওয়া মহিলা একজন মেডিক্যাল অফিসার।গত শনিবার ঘটনাটি ঘটেছে উত্তর পূর্বের রাজ্য অরুণাচল প্রদেশের ইটানগর এলাকায়। অভিযুক্ত বিধায়কের নাম হল গরুক পরদুং। ওই রাজ্যের পূর্ব কামেং জেলার বামেং কেন্দ্রের বিধায়ক তিনি।পেশায় মেডিক্যাল অফিসার নির্যাতিতা মহিলার অভিযোগ, ওই দিন রাত ৮টা-৯টা নাগাদ বিধায়ক তাঁকে হটেলের ঘরে ডাকেন। চাকরির বদলি সংক্রান্ত বিষয়ে কথা বলার জন্যেই বিধায়ক ডেকেছিলেন অলা জানান তিনি। কিন্তু হোটেলে গেলেই ঘটে বিপত্তি।ওই মহিলার অভিযগপত্রের বয়ান অনুসারে, “আমায় অনেকক্ষণ হোটেলের ঘরের বাইরে অপেক্ষা করানো হয়। তারপরে বিধায়কের নিজস্ব নিরাপত্তা আধিকারিক বা সহকারী আমায় ভিতরে নিয়ে যায়। ঘরে গিয়ে দেখি বিধায়ক ছাড়া আর কেউ ওই ঘরে নেই। ভয় পেয়ে গিয়েছিলাম। বিধায়ক সেই সময়ে দরজা বন্ধ করে আমায় মদ্যপানের প্রস্তাব দেয়।”ওই মহিলা জানিয়েছেন যে ঘরের দরজা বন্ধ করে দিয়ে প্রথমে শ্লীলতাহানি এবং পরে তাঁকে ধর্ষণ করেন বিধায়ক গরুক পরদুং। বিষয়টি চেপে যাওয়ার জন্য বিধায়ক হুমকিও দিয়েছিলেন বলে এফআইআর-এ উল্লেখ করেছেন অভিযোগকারী মহিলা।মহিলার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে একতরফা অভিযোগের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ সুপার তুম্মে আমো। তাঁর কথায়, “এটা ধর্ষণ নাকি পিছনে অন্য কোনও বিষয় আছে তা খতিয়ে দেখা হচ্ছে। কারণ ওই মহিলা রাত দশটা নাগাদ হোটের ঘরে গিয়েছিলেন বলে আমরা জানতে পারছি।”যদিও নিজের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছেন বিধায়ক গরুক পরদুং। তাঁর রাজনৈতিক ভাবমূর্তি কালিমালিপ্ত করতেই এই ধরণের অভিযোগ করা হচ্ছে বলে দাবি করেছেন তিনি। তাঁর আরও দাবি, “ওই মহিলার সঙ্গে আমার আলাপ নতুন নয়। আমরা একসঙ্গেই হোটেল বুক করেছিলাম। ওনার স্বামীর আর্থিক লেনদেন নিয়ে আলোচনা হয়েছে।”