জেলা

বিয়ে করা স্ত্রীকে ফিরে পেতে ধর্নায় বসলেন যুবক

বহরমপুর: বঙ্গ জীবনের বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ধর্না। রাজ্যের রাজনৈতিক ইতিহাসে অনেক বড় ঘটনার সাক্ষী রয়েছে এই ধর্না।বাঙালির রাজনীতির আঙিনা থেকে সেই ধর্না এখন উঠে এসেছে প্রেম এবং দাম্পত্যে। মাস খানেক আগে প্রেমিকাকে ফিরে পেতে ধর্না দিয়েছিল এক কিশোর। সেই ধারা পরেও রাজ্যের বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে। এবার আরও এক ধাপ এগিয়ে নিজের বিয়ে করা স্ত্রীকে ফিরে পেতে বসলেন এক যুবক। বৌকে ফিরে পেতে শ্বশুর বাড়ির সামনে ধর্নায় জামাই। ঘটনাটি ঘটেছে বহরমপুর থানার কাশিমবাজার কলমবাগান এলাকায়।স্থানীয় সূত্রে খবর গত চার মাস আগে মালদার বাসিন্দা পেশায় শ্রমিক দেবাশীষ রায় কাশিমবাজারের বাসিন্দা রিয়া মণ্ডলকে বিয়ে করে। রিয়ার সঙ্গে তার সাত বছরের প্রেম ছিল বলে জানিয়েছে যুবক। বিয়ের পর একবার শ্বশুর বাড়িতে এসে জামাই মেয়ে ছয় দিন কাটিয়ে যায়।এরপর মেয়ের বাবা সুখেন মণ্ডল মেয়েকে ভাদ্র মাস পালন করানোর জন্য কাশিমবাজারের বাড়িতে নিয়ে আসে। তারপর থেকে মেয়ের বাবা আর মেয়েকে শ্বশুরবাড়িতে যেতে দিতে চাইছে না বলে জানিয়েছে জামাই দেবাশিষ রায়। রবিবার সকাল ৭টা থেকে জামাই দেবাশিষ রায় শ্বশুর বাড়ির সামনে ধর্নায় বসে। তার দাবী আমি আমার ভালোবাসা এবং বিয়ে করা বৌকে ফিরে পেতে চাই। ফিরে না পেলে আত্মহত্যার পথ বেছে নেব। যদিও মেয়ে রিয়া মণ্ডল জানিয়েছেন সে তার স্বামীর সঙ্গে সংসার করতে চাই না। তার উপর শারীরিক অত্যাচার করত স্বামী দেবাশীষ বলে জানিয়েছে সে।