আজ জগদ্ধাত্রী পুজোর নবমী। প্রথা মেনে আজই জগদ্ধাত্রীর মূল পুজো। সেইমতো বেলুড় মঠের সারদাপীঠে চলছে জগদ্ধাত্রীর আরাধনা। সোমবার বিকেল থেকে প্রতিমার অধিবাস ও আমন্ত্রণ পুজোর সূচনা হয়। ৭৩ বছরের এই পুজোতে প্রাচীন প্রথা মেনে তিন প্রহরের পুজো হয়। নবমীর দিন সকাল ৬টায় প্রথম পর্যায়ের পুজো সম্পন্ন হয়। এরপর সকাল ১০টায় পুষ্পাঞ্জলি ও ১১টায় মধ্যাহ্ন পুজোর পর হয় ভোগ নিবেদন। সন্ধ্যায় হয় আরতি। বেলুড় মঠের জগদ্ধাত্রী আরাধনার সবই হয় রীতি মেনে। দুপুরে অন্নভোগের ব্যবস্থা থাকে। এদিন সকাল থেকেই বেলুড় মঠে ভক্তদের ঢল। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকেই ভক্তরা আসেন বেলুড় মঠের জগদ্ধাত্রী পুজো দেখতে। বিশেষ করে অন্নভোগ ও প্রসাদ পেতে সকলেই ভক্তিভরে অপেক্ষায় থাকেন। এখানে অন্যান্য দেবদেবীর সঙ্গে নীলকন্ঠ মহারাজের পুজো হয় এই জগদ্ধাত্রী পূজার দিন।