বিদেশ

ব্রিটিশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্যের অবস্থার অবনতি, তাঁকে স্থানান্তরিত করা হল আইসিইউ

করোনাত জেরে শারীরিক অবস্থার অবনতি হল ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের। স্থানান্তরিত করা হল আইসিইউ-তে। গত ২৭ মার্চ ৫৫ বছর বয়সী এই ব্রিটিশ প্রধানমন্ত্রীর করোনা টেস্টের রিপোর্ট পজেটিভ আসে। এরপর থেকেই তিনি ডাউনিং স্ট্রিটের নিজের ফ্ল্যাটেই আইসোলেশনে ছিলেন। মাঝে মধ্যে ভিডিয়ো বার্তায় তাঁর শারীরিক অবস্থার কথাও জানাচ্ছিলেন। তবে গত রবিবার একটু বেশি রকমের অসুস্থ হয়ে পড়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে প্রধানমন্ত্রী দপ্তর সূত্রে জানানো হয়েছিল তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। কিন্তু হাসপাতালে ভর্তি হওয়ার পর ২৪ ঘণ্টায় আচমকাই বদলে যায় পরিস্থিতি। বরিস জসনের শারীরিক পরিস্থিতি আরও খারাপ হয়। আর তারপরই গতকাল গভীর রাতে তাঁকে আইসিইউ-তে নিয়ে যাওয়া হয় বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। ব্রিটেনে প্রধানমন্ত্রী দায়িত্ব সামলাচ্ছেন বিদেশ সচিব।