মালদা

ভারত-বাংলাদেশ সীমান্তের গঙ্গা থেকে ২৩টি গরু উদ্ধার

হক জাফর ইমাম, মালদাঃ  ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা মালদার শোভাপুরের কাছে গঙ্গা নদী থেকে ২৩ টি গরু উদ্ধার করল বিএসএফ জওয়ানেরা। শনিবার ভোররাতে স্পিডবোট নিয়ে গঙ্গা নদীতে অভিযান চালিয়ে বিএসএফের ৭৮ ব্যাটেলিয়ানের জওয়ানরা ওই গরু গুলিউদ্ধার করে। বিএসএফের দাবি, গরুগুলি কলার ভেলায় বেঁধে গঙ্গা নদী পথে বাংলাদেশে পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। সঙ্গে কয়েকজন পাচারকারীও ছিল। কিন্তু তারা ওপারে পালিয়ে যেতে সক্ষম হয়। বিএসএফের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের ডিআইজি কেকে গুলেরিয়া বলেন, “মালদার শোভাপুর বাংলাদেশ সীমান্ত সংলগ্ন গঙ্গা নদী থেকে এদিন ভোর রাতে ২৩ টি গরু উদ্ধার করা হয়েছে। এই অভিযান চলবে।”