কলকাতা

ভারতীয় রাজনীতির বিরল নেতা রাহুল গান্ধী, দাবি অধীরের

কলকাতা: দলের প্রাক্তন সভাপতির সম্পর্কে বিশেষ মন্তব্য করলেন লোকসভার বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী। তিনি মনে করেন যে ভারতীয় রাজনীতির এক বিরলতম ব্যক্তি হলেন অধীর রঞ্জন চৌধুরী।সপ্তদশ লোকসভা নির্বাচনে ভরাডুবি ঘটেছে ভারতের জাতীয় কংগ্রেসের। সেই সময়ে ওই দলের সভাপতির পদে ছিলেন রাহুল গান্ধী। তাঁর নেতৃত্বে অত্যন্ত খারাপভাবে হারতে হয়েছে কংগ্রেসকে। উলটে ব্যাপকভাবে উত্থান হয়েছে গেরুয়া শিবিরের।এই অবস্থায় নিজের দলের মধ্যেই নানাবিধ সমালোচনার মুখে পড়েছিলেন রাহুল গান্ধী। আমেঠি কেন্দ্রে পরাজয় এবং বিজেপির মারাত্মক উত্থানের জন্য রাহুলকেই দায়ি করেছিল কংগ্রেসের অনেক নেতা। যাবতীয় দায় নিজের কাঁধে নিয়েই কংগ্রেসের সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছিলেন রাহুল।দলের প্রাক্তন এই সভাপতির প্রতি বাংলার দাপুটে কংগ্রেস নেতার সম্মান এতটুকুও কমেনি। উলটে তাঁর মুখে শোনা গেল রাহুলের নামে প্রশংসার কথা। অধীরবাবু বলেছেন, “অনেক নেতার মুখে রাহুল গান্ধীর নামে সমালোচনা শুনেছি। কিন্তু রাহুল গান্ধী সভাপতি থাকলেই ভালো হতো।”হারের দায় নিয়ে পদত্যাগ করে রাহুল গান্ধী এক নজির সৃষ্টি করেছেন বলে দাবি করেছেন বহরমপুরের সাংসদ। তাঁর কথায়, “কখনও কোনও নেতাকে দলের পরাজয়ের দায় নিয়ে পদত্যাগ করতে দেখা গিয়েছে? সবাই একই উত্তর দেবে যে না। কিন্তু রাহুল গান্ধী তা করে দেখিয়েছেন। সেই কারণেই ভারতের রাজনীতিতে রাহুল গান্ধী বিরলতম নেতা।”রাহুল গান্ধীর এই পদত্যাগের সিদ্ধান্ত পরবর্তী প্রজন্মের কাছে একটা বড় বার্তা দেবে বলে দাবি করেছেন বাংলার পাঁচ বারের সাংসদ অধির রঞ্জন চৌধুরী। সেই সঙ্গে তিনি আরও বলেছেন, “রাহুল গান্ধী ফের সভাপতির পদে আসীন হলে আমি খুবই খুশি হব।”