ভারতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দুশো ছাড়াল। মৃতের সংখ্যা বেড়ে হলো ২০৬। গত চব্বিশ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ৩৩ জনের মৃত্যু হয়েছে বলে খবর। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, ভারতে এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যা ৬৭৬১। তার মধ্যে সুস্থ হয়ে গিয়েছেন ৫১৬ জন আক্রান্ত। অর্থাত্ এই মুহূর্তে দেশে চিকিত্সাধীন রয়েছেন ৬০৩৯ জন রোগী।