নয়াদিল্লি: ভারতেকে এলপিজি সরবরাহ করবে বাংলাদেশ৷ শনিবার দুই দেশের মধ্যে চালু হল এলপিজি প্রোজেক্ট৷ এদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাতটি চুক্তি এবং আরও দুটি প্রোজেক্টের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ তিনি জানান, এতে পড়শি দেশের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হবে৷ দুই দেশের নাগরিকদের জীবনের মানোন্নয়ন ঘটবে৷বাণিজ্য সম্মেলনে যোগ দিতে চারদিনের সফরে বৃহস্পতিবার ভারতে আসেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ পূর্ব নির্ধারিত সূচি মেনে শনিবার দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে৷ এদিনই তিনটি দ্বিপাক্ষিক প্রোজেক্টের উদ্বোধন করেন দুই রাষ্ট্রনেতা৷ পাশাপাশি পরিবহণ, যোগাযোগ, সাংস্কৃতিক ক্ষেত্রে এই সাতটি চুক্তি স্বাক্ষরিত হয়৷ চুক্তি স্বাক্ষরের পর মোদী বলেন, ‘‘গত বছর ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে ৯টি প্রোজেক্টের সূচনা করা হয়েছিল৷ এক বছরে আমরা এক ডজনের বেশি প্রোজেক্টের সূচনা করেছি৷’’