ভারতে করোনায় আক্রান্তের বিচারে শীর্ষে মহারাষ্ট্র। এ পর্যন্ত মহারাষ্ট্রে ৫ হাজার ২১৮ জনেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এঁদের মধ্যে অবশ্য ৭২২ জন ইতিমধ্যেই চিকিৎসার পর সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে গিয়েছেন। এ রাজ্যে মৃত্যু হয়েছে ২৫১ জন রোগীর। মহারাষ্ট্রের পর সবচেয়ে বেশি আক্রান্ত গুজরাত। এখানে আক্রান্তের সংখা ২ হাজার ১৭৮। সুস্থ হয়ে গিয়েছেন ১৩৯ জন এবং মৃত্যু হয়েছে ৯০জন রোগীর। এরপর রয়েছে দিল্লি। রাজধানী দিল্লিতে এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ২ হাজার ১৫৬ জন। তার মধ্যে ৬১১ জন ইতিমধ্যেই সুস্থ হয়ে ফিরে গিয়েছেন। এ রাজ্যে করোনায় মৃতের সংখ্যা ৪৭। দিল্লির পর রয়েছে রাজস্থান। এখানে মোট আক্রান্ত ১ হাজার ৬৫৯ জন। মৃত্যু হয়েছে ২৫ জনের। এরই মধ্যে সুস্থ হয়ে গিয়েছেন ২৩০ জন রোগী। তামিলনাড়ুতে মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ৫৯৬। এঁদের মধ্যে ৬৩৫ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। মৃত্যু হয়েছে ১৮ জনের। এরপর রয়েছে মধ্যপ্রদেশ। এ রাজ্যে মোট ১ হাজার ৫৫২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে গিয়েছেন ১৪৮ জন রোগী। তবে এখানে মৃত্যু হয়েছে ৭৬ জনের। উত্তরপ্রদেশে মোট আক্রান্ত ১ হাজার ২৯৪ জন। ১৪০ জন রোগী সুস্থ হয়ে গেলেও মৃত্যু হয়েছে ২০ জন রোগীর।