দেশ

মার্কিন হুমকির চাপ! হাইড্রক্সিক্লোরোকুইন ওষধ রফতানির উপর নিষেধাজ্ঞা তুললো ভারত

হাইড্রক্সিক্লোরোকুইন ওষধ রফতানির উপর নিষেধাজ্ঞা না তুললে ভারতকে পাল্টা জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমি প্রধানমন্ত্রী মোদির সঙ্গে রবিবার সকালে কথা বলেছি৷ আমি ওঁকে বলেছি, আপনি হাইড্রক্সিক্লোরোকুইন পাঠালে খুশি হব৷ যদি উনি ওষুধটির রফতানির উপর নিষেধাজ্ঞা না তোলেন, ঠিক আছে৷ কিন্তু এর ফলও ভুগতে হবে ভারতকে৷ পাল্টা জবাব দেবে আমেরিকাও৷’ প্রায় ৫ ঘন্টার মধ্যেই মার্কিন চাপের মুখে কার্যত অবস্থান বদল করল ভারত! ওষুধ রফতানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল কেন্দ্র। যদিও কেন্দ্রের দাবি, মানবিক কারণে দুর্গত দেশগুলিতে হাইড্রোক্সিক্লোরোকুইন পাঠানো হবে। তাই কেন্দ্রের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, গত ২৫ মার্চ ২০২০-তে হাইড্রক্সিক্লোরোকুইন রফতানির উপর নিষেধাজ্ঞা জারি করে ভারত৷ নিষেধাজ্ঞা জারি করা হয় অন্য অনেক ফার্মাসিউটিকল পণ্য যেমন প্যারাসিটামল, ভিটামিন বি, টিনিডাজোল (অ্যান্টিবায়োটিক) রফতানিতেও।