কলকাতা

মাসিক কবিতাপত্র-র ৫০ তম সংখ্যা প্রকাশ উপলক্ষে অবনীন্দ্র সভাগৃহে কবিতা উৎসব

কলকাতাঃ অবনীন্দ্র সভাগৃহে বিকেল ৫টায় ‘মাসিক কবিতাপত্র’র কবিতা উৎসবের শুরুতেই জীবনানন্দের কবিতা আবৃত্তি করেন ইন্দ্রাণী দত্তপান্না। ‘মাসিক কবিতাপত্র’র প্রথম সংখ্যা থেকে পঞ্চাশতম সংখ্যা পর্যন্ত পথচলার গল্প বলেন সম্পাদক রাজীব সিংহ। কবিতা উৎসবের সূচনায় ছিলেন প্রণবকুমার মুখোপাধ্যায়, পবিত্র মুখোপাধ্যায়, কালীকৃষ্ণ গুহ, অমিতাভ গুপ্ত, সন্দীপ দত্ত৷ মাসিক কবিতাপত্রর ৫০ তম সংখ্যার আনুষ্ঠানিক প্রকাশ ও পুরস্কারগুলি প্রদান করা হয় উপস্থিত অতিথিদের হাত দিয়ে৷ এদিনের উৎসবে

পুরস্কৃত হয়েছে ৬টি সাম্প্রতিক কাব্যগ্রন্থ৷ পুরস্কারগুলি বাংলা কবিতার বিশিষ্ট কবিদের নামে নামাঙ্কিত৷

মাসিক কবিতাপত্র প্রণবেন্দু দাশগুপ্ত পুরস্কার রমা ঘোষ, চরকাবুড়ির ছেঁড়াসুতো। মাসিক কবিতাপত্র শামসের আনোয়ার পুরস্কার শুভব্রত চক্রবর্তী, তোমার চোখ এবং তারপর। মাসিক কবিতাপত্র তুষার চৌধুরী পুরস্কার রানা রায়চৌধুরী, বুনো গাধার ডাক। মাসিক কবিতাপত্র অরুণ মিত্র পুরস্কার প্রসূন ভৌমিক, দ্বেষ। মাসিক কবিতাপত্র কবিতা সিংহ পুরস্কার কাবেরী গোস্বামী, কুম্ভ মাসিক। কবিতাপত্র জয়দেব বসু পুরস্কার

শুভম চক্রবর্তী, শরীরপরব। অনুষ্ঠানে বনানী দাসের কবিতার গানের পরে ছিল ‘মাসিক কবিতাপত্র’ নিয়ে সন্দীপ দত্তর আলোচনা। নির্বাচিত কবিদের কবিতাপাঠে অনীক রুদ্র, সার্থক রায়চৌধুরী, রাজীব কর, ইন্দ্রজিৎ রায়, সমরেশ মুখোপাধ্যায়, শাশ্বত গঙ্গোপাধ্যায়, সবুজবরণ বসু, অমিতাভ মুখোপাধ্যায়, মধুছন্দা মিত্র ঘোষ, সঞ্জয় রায় , ইন্দ্রাণী দত্ত পান্না, উৎপল ফকির, সুরঙ্গমা ভট্টাচার্য, বিমল রায়, দেবাশিস বন্দ্যোপাধ্যায়৷ ধন্যবাদ ঞ্জাপন করেন সুমিতাভ ঘোষাল।