নিউ আলিপুরদুয়ারে গিয়ে একথা বললেন রাজ্যের মন্ত্রী গৌতম দেব। এদিন তিনি নিউ আলিপুরদুয়ার স্টেশনে আটকে পড়া ত্রিপুরার যাত্রীদের দেখতে গিয়েছিলেন। সেখানে আটকে পড়েছেন প্রায় ৫০জন ত্রিপুরার যাত্রী। আতঙ্কে কেউ কেউ বন্ধু বা আত্মীয়ের বাড়িতে ঠাঁই নিয়েছেন। এখনও পযন্ত ২৫ জন যাত্রী আটকে আছেন। পর্যটন মন্ত্রী গৌতম দেব জানান, মুখ্যমন্ত্রী তাঁকে নির্দেশ দিয়েছেন নাগরিকত্ব সংশোধনী আইন ইস্যুতে আটকে পড়া সীমান্ত এলাকায় কেউ যাতে অসুবিধের মধ্যে না পড়েন। তিনি আরও বলেন, আগে অসমের বহু মানুষ কোচবিহার ও আলিপুরদুয়ারে আশ্রয় নিয়েছিলেন, তাদেরকে সরকার সমস্ত রকম সুবিধা দিয়েছে। এবার স্টেশন মাস্টার ও যাত্রীদের যাতে কোনও সমস্যা না হয় তা তিনি দেখছেন। তৃণমূল কংগ্রেস কর্মীরা যাত্রীদের খাওয়ার ব্যবস্থাও করছে। রেল কর্তৃপক্ষও খুবই ভাল কাজ করছে বলে মন্তব্য করেন মন্ত্রী।