জেলা

মেদিনীপুরে দুঃস্থ মানুষদের পাশে ‘প্রত্যয়’

প্রিয়াঙ্কা সেনগুপ্ত, পশ্চিম মেদিনীপুরঃ সাম্প্রতিক করোনা পরিস্থিতিতে বিপদে পড়া মেদিনীপুর শহরের গরিব সাধারণ সাধারণ মানুষের সাহায্যে এগিয়ে এল স্বেচ্ছাসেবী সংগঠন “প্রত্যয় ”। শহরেরই কয়েকজন শিক্ষক ও শিক্ষানুরাগীরা এই সংগঠনের পক্ষ থেকে রবিবার শহরের দশটি বস্তি ও আদিবাসী এলাকায় প্রায় ৪০০টি পরিবারের হাতে তুলে দিলেন নিত্য প্রয়োজনীয় নানা সামগ্রী । সংগঠনের পক্ষ থেকে শিক্ষক নারায়ন সাঁতরা, সন্দীপ ঘোষ, সুদীপ্ত মাইতি, রতন মান্না জানান মেদিনীপুর শহরের পাটনাবাজার তাঁতিপাড়া,বাড়পাথর ক্যাণ্টনম্যান্ট আদিবাসী পাড়া,বরিশাল কলোনিসহ দশটি এলাকায় এদিন প্রায় চারশোটি পরিবারের হাতে ডাল, সোয়াবিন, পেঁয়াজ , সরষের তেল, চিনি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও সাবান তুলে দেওয়া হয়।