কলকাতাঃ রাজ্য বিধানসভা পরিদর্শনে এলেন ১০ সদস্যর সুইডেন পার্লামেন্টের প্রতিনিধি দল। সুইডেনের প্রতিনিধি দল বৃহস্পতিবার বিধানসভায় উপস্হিত অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, বিরোধী দলনেতা আব্দুল মান্নান, বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী ও রাজ্যর মন্ত্রীর সঙ্গে মিলিত হন। ভারত সুইডেন ২টি দেশের সংসদীয় রিতিতে অনেকটা মিল থাকায় কমনওয়েলথ দেশগুলোর পক্ষ থেকে সুইডেন থেকে তাঁরা এসেছেন বলে জানা গিয়েছে। অধ্যক্ষ সহ উপস্হিত সকলের সঙ্গে প্রতিনিধি দলের সদস্যরা প্রায় আড়াই ঘন্টা বৈঠক করেন। তাঁরা নানান প্রশ্ন করেন রাজ্যের মন্ত্রী ও সদস্যরা তার উত্তর দেন। অধ্যক্ষ জানান, সিএএ নিয়েও জানতে চান সুইডেন সাংসদীয় এই প্রতিনিধি দলটি। সিএএ নিয়ে রাজ্য সরকারের অবস্হান পরিস্কার করে দেন অধ্যক্ষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদ করেছেন বলেও জানান হয় তাঁদের। ইতিমধ্যে বিধানসভায় সিএএ বিরোধী প্রস্তাব পাশ হওয়ার পাশাপাশি রাজ্য সরকার যে সিএএ মানবে না তা স্পষ্ট করে প্রতিনিধি দলকে জানান হয়েছে বলে জানান অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায়।